৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে এক মর্মস্পর্শী ঘটনায় ৯ বছরের এক শিশু ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ষাটোর্ধ্ব জহুর মোল্লা (৬০)কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী ভুক্তভোগী শিশুর নানী। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত জহুর মোল্লাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।
বাদীর বক্তব্য অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি যশোরে একটি মহিলা মাদ্রাসায় প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে পরিবারের সাথে যশোরেই বসবাস করে। গত ২৭ ফেব্রুয়ারি শিশুটি নানার বাড়ি বেড়াতে রাজবাড়ীর জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামে আসে।
ঘটনার দিন গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলতে গেলে প্রতিবেশী জহুর মোল্লা তাকে জোর করে কাঁধে তুলে নিয়ে পাশের একটি মাঠে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় জহুর মোল্লা। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন এবং জহুর মোল্লা পালিয়ে যায়।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলা দায়েরের পরপরই রাতেই অভিযুক্ত জহুর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। শিশুটির পরিবার ন্যায়বিচার চেয়েছেন এবং দোষী ব্যক্তির দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের মাধ্যমে ঘটনার সকল দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই ধরনের ঘটনায় শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
What's Your Reaction?






